আমাদের সম্পর্কে

বাঁধন পবিপ্রবি ইউনিট একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ।

বাঁধনের যাত্রা

বাঁধনের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, স্বেচ্ছায় বিনামূল্যের রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার উদ্দেশ্যে।


(পবিপ্রবি ইউনিট)

বাধন পবিপ্রবি ইউনিটের যাত্রা শুরু হয় ২০০৮ সাল থেকে।

আমাদের মিশন

  • সমাজের মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।
  • নিয়মিত ও স্বতঃস্ফূর্ত রক্তদানে মানুষকে উৎসাহিত করে একটি সক্রিয় রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলা।
  • জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে সংগঠিত ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল তৈরি করা।
  • রক্তদান সম্পর্কিত ভয়, ভুল ধারণা দূর করতে স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করা।
  • স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
  • দুর্যোগ, দুর্ঘটনা সময় সেবা প্রদান করা।
  • আমাদের ভিশন

    স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করে একটি মানবিক, সুস্থ, সচেতন ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠন করা।

    আমাদের টিম

    সভাপতি

    মো: নজরুল ইসলাম

    সাধারণ সম্পাদক

    মো: নাইমুল হক তালুকদার

    জোনাল প্রতিনিধি

    মো: আরিফুল ইসলাম রিয়াদ

    ডিজাইনার ও ডেভেলপার

    ওমর সাঈদ নাঈম